Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৫) পর্ব ১: 'ধর্মযুদ্ধ' ঘিরে রামনবমীর আগে চড়ছে বঙ্গ রাজনীতির পারদ | ABP Ananda LIVE
Ghanta Khanek Sange Suman: ভোটযুদ্ধের এক বছর আগেই ধর্মযুদ্ধ, রামনবমী নিয়ে চড়ছে রাজনীতির পারদ। হামলা হলে প্রতিশোধের ডাক বিজেপি বিধায়কের, প্রত্যাঘাতের হুঁশিয়ারি রাজ্য সভাপতিরও। ‘ধর্ম নিয়ে রাজনীতিতে ব্যবসা’, সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ তৃণমূলের। রামনবমীর মিছিলে হাঁটবেন তৃণমূলের সওকত, হিন্দুদের জোট বাঁধার ডাক বিজেপির। ‘রামনবমীতে অশান্তির চেষ্টা বরদাস্ত নয়’, কড়া বার্তা পুলিশ-প্রশাসনের। মাটি ফেলে বোজানো হচ্ছে জলাভূমি, দিকে-দিকে উধাও হচ্ছে আস্ত পুকুর! রাজনৈতিক মদতেই বেপরোয়া জমি মাফিয়া? কী করছে প্রশাসন ? Sange Suman Live , ABP ANANDA LIVE
আরও খবর..
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আপনাদের লোকে চিনেছে। বড় পদ পেয়েছেন। তাহলে দলনেত্রীর অসম্মানে মুখে কুলুপ এঁটেছেন কেন? যুদ্ধের সময় চুুপ থাকবেন? লড়াইয়ের সময় পড়ে ঘুমোবেন?
মঞ্চে উঠে সম্বর্ধনা নেন, পদের দাবিতে গলা ফাটান, আর এই সময় মৌনব্রত? সব কি দল বলে দেবে? নিজে থেকে একটা প্রতিবাদ মিছিলও বের করতে পারেন না? দলনেত্রীকে অসম্মান করলে গায়ে জ্বালা ধরে না? তখনও নির্দেশ আসার অপেক্ষা করতে হয়? কেলগ-কাণ্ডে তৃণমূলের IT সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যর তোপের মুখে দলের একাংশ। সোশাল মিডিয়ায় দেবাংশু লেখেন, পার্টি অফিসগুলোতে শতশত চামচাদের নিয়ে বসে থাকেন, যাদেরকে দিয়ে সেলফি কিম্বা আপনার ড্রেন উদ্বোধনের ছবি পোষ্ট করান, এসব ইস্যুতে তাদের দিয়ে একটা করে পোষ্ট তো করাতে পারেন অন্তত! পারেন না? গা বাঁচিয়েই যদি চলবেন তবে পঞ্চায়েতে, পুরসভায়, বিধানসভায়, লোকসভায় দাঁড়িয়েছিলেন কেন?