ঘণ্টাখানেক সঙ্গে সুমন (পর্ব ১, ১০.১.২৫): মালদায় তৃণমূল নেতার উপর হামলা, নেপথ্যে 'বড় মাথা' কে?
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: শুধু নরেন্দ্রনাথ তিওয়ারি নন, খুনের নেপথ্যে থাকতে পারে দলের আরও কেউ। বিরোধীদের ক্লিনচিট দিয়ে বিস্ফোরক দাবি করলেন, মালদার নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী, চৈতালি সরকারের। তিনি বলেছেন, এর সাথে আরও কিছু মানুষ থাকতে পারে। এটা আমার মনে হচ্ছে। সেটা দলের কেউ হতে পারে বলেও দাবি করেছেন তিনি। এর আগে বিভিন্নজনের বক্তব্য়ে উঠে এসেছে, বড়মাথার কথা। যদিও সেই মাথার খোঁজ এখনও পায়নি পুলিশ। এই পরিস্থিতিতে, ধৃত তিনজনকে নিয়ে তল্লাশি চালিয়ে, খুনে ব্য়বহৃত 9MM পিস্তল, ওয়ান শটার এবং গুলি উদ্ধার করেছে পুলিশ। দু'হাজার আট সালে, এই মালদাতেই এক কংগ্রেস নেতা খুন হয়েছিলেন। সেইসময়ও অভিযোগ উঠেছিল, মাথাদের না ধরে, ধরা হয়েছিল চুনোপুঁটিদের। মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনা নিয়ে যখন চারিদিকে তোলপাড় চলছে, তখন আজ থেকে ১৬ বছর আগে, তাঁর স্বামী খুনের ছায়া দেখতে পাচ্ছেন কংগ্রেস নেতা বিশ্বনাথ গুহর স্ত্রী লক্ষ্মী গুহ। সেই সময়ও একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল। কিন্তু তাঁদের বিরুদ্ধে FRI-ই নিতে চায়নি পুলিশ। গ্রেফতার করা হয় নিহত কংগ্রেস নেতার ব্যক্তিগত গাড়ি চালক আখতার আলিকে। দেখুন সেই খুন হওয়া কংগ্রেস নেতার পরিবারের বক্তব্য়।