ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব-২ (১৬.০৯.২৪): উঠছে প্রমাণ লোপাটের অভিযোগ, সেটা কি OC-র পক্ষে একা করা সম্ভব? স্টুডিওয় আলোচনা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিবিআই দাবি করছে, টালা থানার OC, অভিজিৎ মণ্ডল বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। যদিও অনেকেই বলছেন, চিকিৎসকের খুন-ধর্ষণের পর ঘটনাস্থলে তো CP-সহ লালবাজারের শীর্ষকর্তারা ছিলেন। তাহলে যদি প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে, সেটা কি OC-র পক্ষে একা করা কি সম্ভব? কারণ, এটাই তো স্বাভাবিক যে, ঘটনাস্থলে উপস্থিত হওয়া শীর্ষকর্তাদের নির্দেশই তিনি তখন মেনে চলবেন। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, OC কার নির্দেশে কাজ করেছিলেন?
সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া, টালা থানার OC-র বাড়িতে গেলেন, কলকাতার অ্য়াডিশনাল পুলিশ কমিশনার-সহ তিন IPS অফিসার। সিবিআইয়ের হাতে ধৃত অফিসারকে ক্লিনচিট দিয়ে, তাঁর যে পাশে আছেন, এবং ভবিষ্য়তেও থাকবেন, তাও স্পষ্ট করে দিয়েছেন পুলিশের শীর্ষ কর্তারা। সেক্ষেত্রে অনেকেই বলছেন, তবে কি ঘুরিয়ে সিবিআই তদন্তকেই চ্যালেঞ্জ করল লালবাজার?
মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী থেকে তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায়। শাসক দলের তরফে, আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আক্রমণ অব্য়াহত। বড় নেতারা যখন আন্দোলনকারী ডাক্তারদের নিশানা করছেন, তখন আন্দোলনে সিপিএম-বিজেপিযোগের অভিযোগ তুলে আক্রমণ করলেন, মালদার এক তৃণমূলনেত্রী। যদিও, এইসব আক্রমণকে গুরুত্ব দিতে নারাজ আন্দোলনকারীরা। দেখুন ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব-২