ঘন্টাখানেক সঙ্গে সুমন (পর্ব ২, ২.১২.২৪): বাংলাদেশ প্রসঙ্গে বিধানসভায় সরব মমতা, সুর চড়ালেন শুভেন্দুও
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: বাংলাদেশে হিন্দুদের ওপর বিরামহীন বর্বরতা অব্য়াহত। আঁচ পড়েছে পশ্চিমবঙ্গেও। এদিকে আজ বিধানসভায় ফের বাংলাদেশ ইস্য়ুতে মুখ খুলেছেন মুখ্য়মন্ত্রী। পাল্টা পেট্রাপোল সীমান্ত অবরোধ কর্মসূচি থেকে সুর চড়ালেন বিরোধী দলনেতাও। শুরুটা হয়েছিল সন্ন্য়াসী দিয়ে। তারপর সাংবাদিক, পর্যটক থেকে সাধারণ মানুষ। হিন্দু হলেই হামলা নেমে আসছে বাংলাদেশে। বাড়ি-দোকান ভাঙচুর করে লুঠ চলছে অবাধে। পুলিশের কাছে গিয়েও লাভ হচ্ছে না। এই পরিস্থিতিতে, কাল সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি আছে বাংলাদেশের আদালতে। অন্যদিকে চিন্ময়কৃষ্ণের পর আরও চারজন সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। সংখ্যালঘুদের বিরুদ্ধে পরপর মিথ্যা মামলা সাজানোর অভিযোগ উঠছে। রেহাই পাচ্ছেন না সেদেশের সাংবাদিকরাও। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্য়াচারের প্রতিবাদে, উত্তপ্ত হয়ে উঠল পেট্রাপোল সীমান্ত সংলগ্ন এলাকা। ওপার বাংলার হিন্দুদের নিরাপত্তার দাবিতে, আজ পেট্রাপোল চলোর ডাক দিয়েছিল একাধিক হিন্দু ধর্মীয় সংগঠন, সেই কর্মসূচিতে হাজির ছিলেন শুভেন্দু অধিকারীও। পরিস্থিতি না বদলালে, পণ্য় পরিবহণ বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা।