ঘন্টাখানেক সঙ্গে সুমন (পর্ব ২, ৪.১২.২৪): মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই CID-তে রদবদল, সরানো হল, ADG-CID-কে
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantkhanek Sange Suman: CID-র খোলনলচে বদলার ঘোষণা করেছিলেন কদিন আগেই, এবার শুরু হল অ্য়াকশন। যার শুরুটাই হল, রাজ্য়ের গোয়েন্দা প্রধানকে দিয়ে। সরিয়ে দেওয়া হল, ADG-CID, আর রাজাশেখরণকে, পাঠানো হল কম গুরুত্বপূর্ণ পদে। রদবদল হয়েছে, পুলিশের আরও কয়েকটা শীর্ষ পদে। দলের পূর্ণ কর্তৃত্বের রাশ হাতে নিয়েছিলেন আগেই। বিশেষজ্ঞরা বলছেন, রাজ্য়ের গোয়েন্দা প্রধানকে সরিয়ে, এবার পুলিশ-প্রশাসনের নিয়ন্ত্রণের রাশটা পুরোপুরি নিজের হাতে রাখার কাজটাই শুরু করে দিলেন মুখ্য়মন্ত্রী। অর্থাত, বার্তাটা স্পষ্ট, পুলিশ-পরিচালনার ভরকেন্দ্রটা নবান্নই, অন্য় কোনও জায়গা নয়।
অর্পিতা-মানিকের তুলনা টেনে জামিনে মুক্তি পাওয়ার মরিয়া চেষ্টা করে, সুপ্রিম কোর্টে তীর্ব ভর্ৎসনার মুখে পড়লেন পার্থ চট্টোপাধ্য়ায়। আদালত বলল, ''আপনি নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করবেন না। সবাই শিক্ষামন্ত্রী ছিল না, আপনি ছিলেন। বাকিরা এবং আপনি সমান নয়। অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করার আগে আপনার লজ্জিত হওয়া উচিত।'' শুনানি শেষ হলেও জামিনের রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট।