ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৩.৯.২৪) পর্ব ২: বাইপাসে মানববন্ধন। কোর্ট চত্বরে 'চোর' স্লোগান সন্দীপকে
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: ফিয়ার্স লেনে 'ফিয়ারলেস' আন্দোলন, অবশেষে নতিস্বীকার পুলিশের। স্টেথোর চাপে লৌহকপাট ও শিকল খুলতে বাধ্য হল পুলিশ, পিছোল ব্যারিকেডও। এতটুকুও নড়চড় হয়নি দাবির, তাও মানতে কেন ২২ ঘণ্টা লাগল লালবাজারের? আন্দোলনে সামিল সিনিয়র ডাক্তাররাও, বাইপাস বরাবর নজিরবিহীন মানববন্ধন। ৫ মাস আগেই সন্দীপের বিরুদ্ধে কোর্টে জমা পড়েছিল দুর্নীতির অভিযোগ। তদন্ত করে গত এপ্রিলে এই সন্দীপ ঘোষকেই ক্লিনচিট দিয়েছিল টালা থানা! নিজাম প্যালেস থেকে কোর্ট চত্বর, দফায় দফায় চোর স্লোগান শুনলেন সন্দীপ। এবার সরকারি অর্থ ও পুরস্কার ফেরাচ্ছেন নাট্যপরিচালক চন্দন সেন ও বিপ্লব বন্দ্যোপাধ্যায়।
তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে দেশজুড়ে আন্দোলন-তোলপাড়ের মধ্য়েই আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় গতকাল সন্ধেয় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। আজ তাঁকে নিজাম প্যালেস থেকে আলিপুর আদালত পর্যন্ত নিয়ে যাওয়ার সময় সন্দীপ ঘোষের দিকে ধেয়ে এল চোর স্লোগান। কোর্ট থেকে বেরোতেই সপাটে চড়!