ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৮.০৭.২৪): সন্দেশখালি মামলায় শাহজাহানকে নিয়ে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে রাজ্য
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: "একজনকে বাঁচাতে সরকারের এত আগ্রহ কীসের?" সন্দেশখালি মামলায় শাহজাহানকে নিয়ে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে রাজ্য। ধোপে টিঁকল না রাজ্যের কোনও যুক্তিই। রেশন-দুর্নীতিসহ ৪৩টা মামলারই তদন্ত চালাবে CBI। কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে NEET মামলায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। "সুবিধাভোগীদের চিহ্নিত করা না গেলে, ফের পরীক্ষার প্রয়োজন আছে," বললেন প্রধান বিচারপতি। সরকারি 'সুপার স্পেশালিটি' হাসপাতালে চিকিৎসা করিয়ে দৃষ্টি হারাতে বসেছেন প্রায় ১৮ জন! জেলায় জেলায় সুপার স্পেশালিটি কি শুধু নামেই? উঠছে বড়সড় প্রশ্ন
দুটো আলাদা মামলায়, একই দিনে সুপ্রিম কোর্টে অস্বস্তি বাড়ল রাজ্য় ও কেন্দ্রীয় সরকারের। সন্দেশখালি মামলায়, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের আবেদন খারিজ করে দিয়ে, CBI তদন্তই বহাল রাখল সর্বোচ্চ আদালত। অন্য়দিকে, NEET UG-র প্রশ্নফাঁস মামলায় একাধিক কড়া পর্যবেক্ষণ করেছেন দেশের প্রধান বিচারপতি।