ঘন্টাখানেক সঙ্গে সুমন (পর্ব ২, ১৩.১১.২৪): উপনির্বাচনের মধ্যে BJP নেতা-কর্মীদের পুলিশের ধরপাকড় ঘিরে তুঙ্গে বিতর্ক
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek sange Suman: বাংলা আছে বাংলাতেই। একই দিনে ঝাড়খণ্ড, কেরল-সহ একাধিক রাজ্য়ে উপনির্বাচন হল, সেখানে কোনওরকম অশান্তি না হলেও, এ রাজ্য় কিন্তু সেই ভিন্নপথেই হাঁটল! মাত্র ছটা কেন্দ্রে ভোট, সেখানেও জেলায় জেলায় হিংসা ও অশান্তি হল। হুমকি, ভাঙচুর বাদ গেল না কিছুই। নৈহাটিতে যখন ভোট চলছে, তখন পাশের ভাটপাড়ায় গুলি চালিয়ে খুন করা হল তৃণমূল নেতাকে! মেদিনীপুরে একের পর এক বিজেপি নেতা-কর্মীকে পুলিশের ধরপাকড় ঘিরে তুঙ্গে উঠল বিতর্ক। কোথাও বাড়িতে হানা, কোথাও বিনা দোষে আটক, গ্রেফতার করার অভিযোগ পর্যন্ত উঠল পুলিশের বিরুদ্ধে। এ নিয়ে সরকারকে তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে উঠে আসছে বদলার তত্ত্ব। তৃণমূল থেকে বিজেপি। সব দলের নেতারাই খুনের পিছনে কে আছে তার কথা বলছেন। জানে না শুধু পুলিশই!