Kar Dakhale Delhi(26.04.24):(পর্ব ১): সন্দেশখালিতে অস্ত্রভাণ্ডার,CBI তল্লাশিতে বেরোল থরে থরে বিস্ফোরক, ইজরায়েলি রোবট নামাল NSG
ABP Ananda
Updated at:
27 Apr 2024 02:39 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppSandeshkhali Chaos: ভোটের (Lok Sabha Election 2024) মধ্যে এবার সন্দেশখালিতে (Sandeshkhali Chaos) অস্ত্রভাণ্ডার! CBI মেঝে খুঁড়তেই বেরোল থরে থরে বিস্ফোরক। বিস্ফোরক নিস্ক্রিয় করতে সন্দেশখালিতে ইজরায়েলি রোবট নামাল NSG । তালাবন্ধ বাড়িতে এত অস্ত্র কেন? এতদিন কী করছিল পুলিশ? ‘২৬ হাজার পরিবারের সুখ কেড়ে নিয়েছে তৃণমূলের (TMC) শিক্ষা দুর্নীতি’। হাইকোর্টের রায়ের পর প্রথমবার রাজ্যে এসে তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রীর । 'মানুষখেকো বাঘের মতো চাকরিখেকো বিজেপি,' আক্রমণ মুখ্যমন্ত্রীর । ভোটারকে চড় থেকে এজেন্ট বসতে বাধা, ভোটের দ্বিতীয় দফায় বিক্ষিপ্ত ঘটনা। ABP Ananda Live