Kar Dakhale Delhi(26.04.24) (পর্ব ২): সন্দেশখালিতে ইজরায়েলি রোবট নামাল NSG,কোথা থেকে এল এত অস্ত্র? তৃণমূল-বিজেপি তরজা
ABP Ananda
Updated at:
27 Apr 2024 02:40 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppSandeshkhali Incident: ভোটের (Lok Sabha Election 2024) মধ্যে এবার সন্দেশখালিতে (sandeshkhali) অস্ত্রভাণ্ডার! CBI মেঝে খুঁড়তেই বেরোল থরে থরে বিস্ফোরক। বিস্ফোরক নিস্ক্রিয় করতে সন্দেশখালিতে ইজরায়েলি রোবট নামাল NSG । তালাবন্ধ বাড়িতে এত অস্ত্র কেন?এতদিন কী করছিল পুলিশ? উঠছে প্রশ্ন। শাহজাহান ঘনিষ্ঠের ডেরায় বোমা-বন্দুক, কোথা থেকে এল এত অস্ত্র? ভোটে সন্ত্রাসের ছক? এনআইএ চাইল বিজেপি। বদনাম করতে নাটক, পাল্টা কুণাল।
‘২৬ হাজার পরিবারের সুখ কেড়ে নিয়েছে তৃণমূলের (TMC) শিক্ষা দুর্নীতি’। হাইকোর্টের রায়ের পর প্রথমবার রাজ্যে এসে তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রীর । 'মানুষখেকো বাঘের মতো চাকরিখেকো বিজেপি,' আক্রমণ মুখ্যমন্ত্রীর । ভোটারকে চড় থেকে এজেন্ট বসতে বাধা, ভোটের দ্বিতীয় দফায় বিক্ষিপ্ত ঘটনা।