ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৫.২০২১) (পর্ব - ২ ) : রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ মমতার। নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন নগরীর নটীরা’। দলের সেলেব প্রার্থীদের আক্রমণ তথাগতর, পাল্টা শ্রাবন্তী। ভোট পরবর্তী অশান্তি নিয়ে তরজা।
ABP Ananda webdesk
Updated at:
06 May 2021 11:54 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
শপথের পর মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। সহযোগিতা চেয়ে জয়ের শুভেচ্ছার পাল্টা ধন্যবাদ মমতার। রাজভবনে না গিয়ে হামলার অভিযোগে পাল্টা শপথ বিজেপির। গরহাজির সৌরভ, বুদ্ধ, অধীর। গেলেন শুধু প্রদীপ।
শপথ নিয়েই রাজভবন থেকে নবান্নে মুখ্যমন্ত্রী। অভিষেক, পিকের সঙ্গে আলাদা করে কথা রাজ্যপালের।
ভোট শেষের পরেও অশান্ত নন্দীগ্রাম। হামলার অভিযোগ, পাল্টা অভিযোগ তৃণমূল-বিজেপির। খেজুরিতে বিজেপি কর্মীকে গণধর্ষণের পর বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ। আলিপুরদুয়ারে তৃণমূল বুথ সভাপতিকে খুন।