ঘণ্টাখানেক সঙ্গে সুমন ( 23.11.23 ) : তৃণমূলের মেগা কর্মসূচি,কংগ্রেস সম্পর্কে একেবারে নীরব মমতা,এদিনই কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্ট
ABP Ananda
Updated at:
24 Nov 2023 11:26 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিজেপি ( BJP ) এবং সিপিএম ( CPM ), বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কর্মসূচিতে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ( Mamata Banerjee ) নিশানায় রইল এই দুই বিরোধী দল। বারবার তাদের কার্যত একসারিতে ফেলে আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী। যা নিয়ে পাল্টা মুখ খুলেছে বিরোধীরা। তবে তাৎপর্যপূর্ণভাবে বৃহস্পতিবার কংগ্রেস সম্পর্কে একেবারে নীরব ছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।