ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৪.০৬.২২) : বকেয়া ডিএ, বিদ্যুৎ পর্ষদের একাধিক কর্তার বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jun 2022 08:16 AM (IST)
এএসসি দুর্নীতি মামলায় বেনজির পদক্ষেপ আদালতের। মন্ত্রী-কন্যা অঙ্কিতার চাকরি ববিতা সরকারকে দেওয়ার নির্দেশ। অঙ্কিতার ফেরানো বেতনের টাকাও পাবেন ববিতাই। বকেয়া ডিএ, বিদ্যুৎ পর্ষদের একাধিক কর্তার বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের। আদালতের নির্ধারিত সময়ে ডিএ মিলবে তো ? প্রশ্ন কর্মী সংগঠনের। ঘণ্টাখানেক সঙ্গে সুমন। পর্ব-২।