ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২৫.০১.২৪-পর্ব-১): সফর কাটছাঁট করে দিল্লি দৌড়লেন রাহুল। ABP Ananda Live
ABP Ananda
Updated at:
26 Jan 2024 08:30 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাংলায় 'ন্য়ায় যাত্রা' ঢোকার পরই, তড়িঘড়ি কর্মসূচি কাটছাঁট করে দিল্লি ফিরে গেলেন রাহুল গাঁধী। মমতা বন্দ্য়োপাধ্য়ায় স্পষ্ট করে দিয়েছিলেন, এ রাজ্য়ে তৃণমূল একাই লড়বে। এই পরিস্থিতিতে, দিল্লি ফেরার সিদ্ধান্ত নিলেন রাহুল গান্ধী। তবে তাঁর মুখে অবশ্য এখনও শোনা গেল INDIA জোটের একসঙ্গে লড়াইয়ের কথা। কিন্তু সার্বিক ছবিটা দেখে প্রশ্ন উঠছে, তবে কি বাংলায় বিরোধী জোটের দফারফা হয়ে গেল?
প্ল্য়াকার্ড হাতে বিক্ষোভ থেকে স্লোগান। রাহুল গাঁধীর কর্মসূচিতে দফায় দফায় অধীর চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাল তৃণমূল। অরাজনৈতিক সংগঠনের ব্য়ানার থাকলেও, কোচবিহারের এই বিক্ষোভে সামিল হলেন শাসক দলের ব্লক সহ-সভাপতিও! যিনি আবার জেলা পরিষদের সদস্য়ও।