ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২৫.০১.২৪-পর্ব-২): হাইকোর্টে দুই বেঞ্চের সংঘাত,অখিলের শাহজাহান তথ্য। ABP Ananda Live
ABP Ananda
Updated at:
26 Jan 2024 08:30 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেডিক্য়াল কলেজের সংরক্ষিত আসনে ভর্তিতে দুর্নীতির অভিযোগ, তার সেই মামলায় CBI তদন্তের নির্দেশ নিয়ে, প্রকাশ্য়ে চলে এল হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের নজিরবিহীন সংঘাত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় যে CBI তদন্তের নির্দেশ দিয়েছিলেন, আজ তা খারিজ করল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। বেনজিরভাবে, ডিভিশন বেঞ্চের এই নির্দেশকে আবার 'বৈধ নয়' বলে CBI তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।
ইডির ওপর হামলার পর পেরিয়ে গেছে, কুড়িটা দিন! কিন্তু এখনও সন্দেশখালির বেতাজ বাদশা, শেখ শাহজাহানকে ধরতে পারেনি পুলিশ! অথচ, আজ রাজ্য়ের কারামন্ত্রী সামনে আনলেন এক বিস্ফোরক তথ্য়! অখিল গিরি বললেন, চিকিৎসার জন্য় হয়তো রাজ্য়ের বাইরে গেছেন শেখ শাহজাহান।