Ghanta Khanek Sange Suman: পর্ব ১ (৩০.০৮.২৩): সরকারি ছাপ দেওয়া বস্তায় ভরে বিস্ফোরক পাচার
ABP Ananda
Updated at:
31 Aug 2023 07:28 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman: সরকারি ছাপ দেওয়া বস্তায় ভরে চলত বিস্ফোরক পাচার! দত্তপুকুরে এখনও বারুদে ঠাসা একাধিক গুদাম! বেআইনি কারবারে কীভাবে মিলত কাঁচামাল? নেপথ্যে কারা? আরও স্পষ্ট শাসক-যোগ, তৃণমূল নেতার ইটভাটাতেই রহস্যময় ল্যাব! বিস্ফোরণস্থলে বিশেষজ্ঞ, এবিপি আনন্দর বিশেষ রিপোর্ট। গান পয়েন্টে গয়না লুঠ, রাস্তায় গুলির লড়াই! ২ জেলার হাড়হিম করা ছবিতে তোলপাড় রাজ্য। রানাঘাটে ধৃত ৫, পুরুলিয়ায় এখনও অধরা, কোথায় ইনটেলিজেন্স?