Ghanta Khanek Sange Suman (০৩.০১.২৪) পর্ব ২: ধোপে টিকল না সওয়াল, ভয়েস স্যাম্পল দিতেই হল কালীঘাটের কাকুকে | ABP Ananda LIVE
ABP Ananda
Updated at:
04 Jan 2024 09:45 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman: দলের একাংশের হাতেই খুন হওয়ার ভয় পাচ্ছেন খোদ শাসক দলের বিধায়ক(Manoranjan Byapari) । 'নিরাপত্তা তুলে নিলে নিজের কেন্দ্রেই যেতে পারব না,' সাফ স্বীকারোক্তি মনোরঞ্জন ব্যাপারীর। 'দলের বিরুদ্ধে মুখ খুললে নিরাপত্তা তুলে নেওয়া উচিত,' মনে করেন অর্জুন (Arjun Singh)। উত্তরে রবি বনাম উদয়ন, দক্ষিণে সুদীপ (Sudip Banerjee) বনাম তাপস (Tapas Roy)। শাসকের অন্দরে কোন্দল থামার লক্ষণ নেই। শিক্ষা-দুর্নীতি মামলায় অমৃতা সিনহার এজলাসে ভার্চুয়াল হাজিরা ED-র জয়েন্ট ডিরেক্টরের। '১০ দিনের মধ্যে ৪৩ হাজার নিয়োগের তালিকা প্রকাশ করতে হবে'। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদকে ডেডলাইন বেঁধে দিলেন স্বয়ং বিচারপতি গঙ্গোপাধ্য়ায়।