ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০২.০৩.২১) : বিজেপিতে তৃণমূলের জিতেন্দ্র তিওয়ারি। খুনের মামলায় অভিযুক্তকে ছাড়াতে হাইকোর্টে ধাক্কা রাজ্যের।তৃণমূল-বিজেপির প্রার্থী তালিকায় কী চমক?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসহজ পাঠে লেখা, ‘‘কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে’’। রাজনীতির সহজ পাঠে অবশ্য কার ডালে, কখন কোন ফুল ফুটবে, সেটা নিয়ে ভবিষ্যত্বাণী করাটা বেশ ঝুঁকির! অবশেষে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। আর সুর বদলে বাবুল সুপ্রিয়ও এখন বলছেন, শত্রুতা ভুলে একসঙ্গে কাজ করতে তাঁর আপত্তি নেই। অন্যদিকে, ভোটের মুখে খুনে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে গিয়ে, হাইকোর্টে জোরালো ধাক্কা খেল রাজ্য সরকার। অন্যদিকে, মালদায় সভা করতে এসে রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে সরব হলেন যোগী আদিত্যনাথ। তৃণমূল বলছে, গতকাল যাঁর রাজ্যের হাথরসে, এক নির্যাতিতার বাবাকে গুলি করার মতো ঘটনা ঘটেছে, সেখানে আজ অন্যদের দিকে আঙুল তোলা তাঁর সাজে না।