ঘণ্টাখানেক সঙ্গে সুমন ( ১৬.৩.২৩ ) (১): 'শিক্ষক' সিভিক ভলান্টিয়ার! হতবাক শিক্ষামহল। চাপে পিছু হটল সরকার
ABP Ananda
Updated at:
17 Mar 2023 09:57 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রাথমিক স্কুলে 'শিক্ষক' সিভিক ভলান্টিয়ার ( Civic Volunteer ) ! হতবাক শিক্ষামহল। 'তাহলে আমাকেও পুলিশ কমিশনার করা হোক', তীব্র কটাক্ষ নৃসিংহপ্রসাদের। 'সিভিক ভলান্টিয়াররাও পড়াবে! আমাদের সুরাহা কবে?' প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। চাপের মুখে পিছু হটেও উদ্যোগ বাতিল করল না সরকার ( Government ) । স্কুল-কলেজে মনীষীদের মূর্তির ফলকে ঢাকা হল কুন্তল ( Kuntal Ghosh ) -শান্তনুর ( Shantanu Banerjee ) নাম। দুর্নীতির লজ্জা ঢাকবে কীসে?