ঘণ্টাখানেক সঙ্গে সুমন ( ১৯.০১.২.২২) ডায়মন্ড হারবারে চলছে সমান্তরাল সরকার, কটাক্ষ মালব্যের। পুলিশকে দিয়ে তৃণমূল নেতাদের এনকাউন্টার করানোর হুমকি বিজেপি বিধায়কের।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jan 2022 01:39 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘জানা খুব দরকারি/ কী কী ছিল অঙ্গীকার/কার কার কাছে।’ এখন রাজনীতিবিদরা সবসময়ই স্বচ্ছ এবং অন্যায়ের সঙ্গে আপসহীন প্রশাসনের অঙ্গীকার করে থাকেন। হলদিয়ার ঘটনায় অনেকে সেই ইঙ্গিতই পাচ্ছেন। এক্সাইড কারখানায় অশান্তিতে ইন্ধনের অভিযোগে তৃণমূলের দুই শ্রমিক নেতার গ্রেফতারি এবং দল থেকে সাসপেনশনের ঘটনা, শিল্পমহলে সদর্থক বার্তা দেবে বলেই মনে করছেন কেউ কেউ। আবার উল্টোদিকে বিরোধীদের বক্তব্য, গোটা ঘটনা আসলে, তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের পরিণতি। বিজেপি বলছে, আইওয়াশ। এরই মধ্যে আবার, ভবিষ্যতে তৃণমূল নেতাদের পুলিশ দিয়ে এনকাউন্টারের হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। আবার গড়বেতায় মাটি খুঁড়তে গিয়ে উঠে এল সারি সারি বন্দুক আর প্রচুর গুলি, যা নিয়েও শুরু হয়েছে চাপানউতোর।