ঘণ্টাখানেক সঙ্গে সুমন (17.06. 21)রাষ্ট্রপতির পর অমিত শাহর দরবারে রাজ্যপাল। সরানোর জন্য ৩ বার চিঠি দিয়েছি, বললেন মমতা। বেশি বৃষ্টি হলেই কেন শহরে জল-যন্ত্রণা? মালদায় ধৃত চিনা নাগরিককে হেফাজতে নিল এসটিএফ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছোট্ট রামায়নের লাইন। ‘লক্ষ্মণ হনুর পিঠে, ইন্দ্রজিত রথে/ দুইজনে কত যুদ্ধ, হয় কত মতে।’ রাজ্য বনাম রাজভবনের যুদ্ধ প্রতিদিনই নতুন মাত্রায় পৌঁছচ্ছে। একদিকে দিল্লিতে অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠক করছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar), অন্যদিকে কলকাতায় তাঁকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলছেন, রাজ্যপাল বিজেপির লোক, প্রধানমন্ত্রীকে তিনবার চিঠি লিখেছি ওনাকে ফিরিয়ে নেওয়ার জন্য। একই সুর বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর গলাতেও। তিনি বলেছেন, ওনার আচরণ রাজ্যপালের মতো নয়, বিজেপি নেতার মতো। উল্টোদিকে দিলীপ ঘোষ বলছেন, রাজ্যপাল এখন তৃণমূলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। অন্যদিকে বর্ষার প্রথম ভারী বর্ষণে কলকাতার বিভিন্ন অংশে জলযন্ত্রণা। এ নিয়ে আগের সেচমন্ত্রীদের কোর্টে বল ঠেলেছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এর পাশাপাশি আপনাদের দেখাব, মালদা থেকে গ্রেফতার চিনা সন্দেহভাজনকে কলকাতায় নিয়ে এল এসটিএফ। তবে শুরুতেই আসুন দেখি, দিল্লি সফরে রাজ্যপাল, আর কলকাতায় তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর।