ঘণ্টাখানেক সঙ্গে সুমন (09. 06. 21 ) নিউটাউনে রুদ্ধশ্বাস এনকাউন্টার। আইনি বিয়েই হয়নি, লিভ-ইনে ছিলাম, বিস্ফোরক নুসরত।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Jun 2021 03:47 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআবাসনের নিস্তব্ধতা খান খান করে দিল পর পর গুলির শব্দ। পাঁচতলার ব্যালকনি থেকে গুলি চালাচ্ছে লুকিয়ে থাকা গ্যাংস্টার। নিচ থেকে পাল্টা গুলিবৃষ্টি করছে STF। রিলের ছবি যেন একমুহূর্তে রিয়েল হয়ে উঠল আমাদের এই শহরে। রুদ্ধশ্বাস শ্যুটআউটের সাক্ষী রইল কলকাতা। নিউটাউনে STF-এর অপারেশন নিহত পঞ্জাবের দুই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। কাঁধে গুলি লেগে গুরুতর জখম এক পুলিশ অফিসার। অন্যদিকে, অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের বিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। নুসরত বলছেন, আইন অনুযায়ী তাঁর বিয়েই হয়নি! নিখিল জৈনকে ইঙ্গিত করে তাঁর বিস্ফোরক অভিযোগ, বেআইনিভাবে তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করেছেন নিখিল। তাঁর গয়না আটকে রাখা হয়েছে। খুব তাড়াতাড়ি পুলিশে অভিযোগ জানাবেন তিনি।