Ghantakhanek Sange Suman:(১৬.৬.২৩)পর্ব ২: অশান্ত ভাঙড়ে রাজ্যপাল | কুৎসিত আক্রমণ মদনের | মুখ্যমন্ত্রীকে নিশানা নৌশাদের
ABP Ananda
Updated at:
17 Jun 2023 07:54 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবোমা বিছোনো পথে অশান্ত ভাঙড়ে (Bhangor) রাজ্যপাল। পুলিশ নেই, বোমা সরাতে হল রাজ্যপালের (West Bengal Governor) নিরাপত্তারক্ষীদের।
'এত শান্তিপূর্ণ মনোনয়ন (West Bengal Panchayat Election) অন্য রাজ্যে হয় না'। 'দু-একটা ঘটনাতেই কেন্দ্রীয় বাহিনী!' বলছেন মুখ্যমন্ত্রী। 'রাজ্যপাল, না হরিদাস পাল?' কুৎসিত আক্রমণ মদনের।
'মুখ্যমন্ত্রী আমার সঙ্গে দেখা করলে ভাঙড়ের ঘটনা ঘটত না', বললেন নৌশাদ। রক্তাক্ত চোপড়ায় মনোনয়নই দিতে পারল না বিরোধীরা।