হয় মা নয় বৌমা: নিউ নর্মালে কীভাবে লক্ষ্মীর আরাধনায় মাতলেন তারকারা, দেখে নিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Oct 2020 04:04 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
হয় মা নয় বৌমা: সমস্ত উপাচার মেনে বাড়িতে মা লক্ষ্মীর বন্দনায় অভিনেত্রী দেবলীনা কুমার। অন্যদিকে এবার করোনা আক্রান্ত হওয়ায় সপরিবারে হোম আইসোলেনশনে রয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ঘটা করে না হলেও পরিবারের সদস্যদের সঙ্গে মা লক্ষ্মীর আরাধনা করেছেন তিনি। হলুদ শাড়ি ও গয়নায় নিজের হাতে মা-কে সাজিয়েছেন অপরাজিতা। নিজেই ভিডিও বানিয়ে পাঠিয়েছেন এবিপি আনন্দের দর্শকদের জন্য। অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্যর দমদম ক্যান্টনমেন্টের বাড়িতেও চলছে লক্ষ্মীর আরাধনা। শ্যুটিংয়ের ব্যস্ততার ফাঁকে এদিন মায়ের সঙ্গে মিলে পুজোর আয়োজনে সামিল ছোট পর্দার এই অভিনেত্রী।