হয় মা নয় বৌমা: Rahat Fateh Ali Khan-এর গানের সুরে মনামীর নাচ, ক্রুশালের চোখে হিমাচল দেখুন 'হয় মা নয় বৌমা'য়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Nov 2020 03:57 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
দর্শকদের পছন্দের বিচারে এই সপ্তাহের ধারাবাহিকগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'মোহর'। দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ধারবাহিক 'করুণাময়ী রাণী রাসমণি'। তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'খড়কুটো'। Rahat Fateh Ali Khan-এর গাওয়া গানের সুরে ভিডিও বানালেন মনামী ঘোষ। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উপহার দিলেন এই ভিডিওটি। হিমাচলপ্রদেশের কাসৌলি ঘুরতে গিয়েছিলেন ক্রুশাল আহুজা। সোশাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন হিমাচলের অপরূপ প্রাকৃতিক দৃশ্যের ভিডিও। দেখে নিন টেলি দুনিয়ার আরও হাঁড়ির খবর।