Hoy Ma Noy Bouma: মির্জাপুর সিজন টু-তে শরদ শুক্লা দর্শকদের মন কেড়েছিলেন, আজ আড্ডায় অঞ্জুম
ABP Ananda
Updated at:
27 Nov 2023 01:46 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমির্জাপুর সিজন টু-তে শরদ শুক্লার চরিত্রে দর্শকদের মন জিতে নিয়েছিলেন অভিনেতা অঞ্জুম শর্মা। সুলতান অফ দিল্লি, ওয়াজিরেও তাঁর অভিনয় নজর কেড়েছে সকলের। চলুন, আজ অঞ্জুমের ফ্ল্যাটের অন্দরমহলে গিয়েই আড্ডা দেওয়া যাক তাঁর সঙ্গে।