Hou Ma Noy Bouma: শ্যুটিংয়ের অবসরে 'নিম ফুলের মধু' সিরিয়ালের প্লটের বাইরের গল্প শোনালেন মানসী, পল্লবী আর রুবেল
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE: অনস্ক্রিনেই শুধু নয়। অফস্ক্রিনেও আছে 'নিম ফুলের মধু'। শ্যুটিংয়ের অবসরে সিরিয়ালের প্লটের বাইরের গল্প শোনালেন মানসী, পল্লবী আর রুবেল। বিগবস সেভেন্টিন-এর অন্যতম প্রতিযোগী ছিলেন অভিনেত্রী ইশা মালব্য। হিন্দি ধারাবাহিক থেকে বেশ কিছু মিউজিক ভিডিওয় তিনি দর্শকদের নজর কেড়েছেন। ফোটোশ্যুটের জন্য ক্যামেরার সামনে নতুন লুকে ধরা দিলেন ইশা। ছুটির দিনে সেরা আনন্দ শপিংয়ে। মন খুলে কেনাকাটা করতে গিয়েছেন মেঘা। চলুন, তাঁর সঙ্গে ঢুকেই পড়া যাক শপিং মলে।
ক্যামেরার সামনে যাঁদের কাজ, সাধারণ মানুষের মনোরঞ্জন করা যাঁদের পেশা, অভিনয় জগতের সঙ্গে যাঁরা জড়িত তাঁরা রোগাই থাকতে চান। অন্তত এমনটাই সাধারণ মানুষ বিশ্বাস করেন। নানা চরিত্রের জন্য নানা ধরনের শারীরিক গঠনে নিজেদের গড়েপিটে নিতে অভিনেতা অভিনেত্রীরা অভ্যস্ত। কিন্তু তা বলে কি প্রিয় খাবার দেখে লোভ সামলে রাখা যায়? আর যদি কাজের সূত্রে এমনই পাড়ায় শ্যুটিং সারতে হয় যেখানে রয়েছে বিখ্যাত খাবারের দোকান! অন্তত অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar) এমন পরিস্থিতিতে খাবারকেই প্রাধান্য দেন। ভোজনরসিক বাঙালির পক্ষে পাঁঠার মাংস থেকে দূরে থাকা যে খুবই দুষ্কর! নিজের সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি 'লোভনীয়' ভিডিও শেয়ার করলেন নায়িকা। গেলেন গোলবাড়ি (Golbari)।