Hoy Ma Noy Bouma: শ্যুটিংয়ের অবসরে আড্ডায় তেঁতুল পাতার গল্পে ঝিল্লি চৌধুরী, কী বললেন তিনি?
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE: নিজের বিয়ে থেকে পালিয়ে কেউ কি ট্রেন মিস করে? না, সেটা হতেই পারে না। তেঁতুল পাতার গল্পে ঝিল্লি চৌধুরী সেটাই প্রমাণ করে দিয়েছে। ঝিল্লির গল্প তো টিভির পর্দায় দর্শকেরা দেখছেনই। তবে ঝিল্লির ভূমিকায় যিনি অভিনয় করছেন, সেই ঋতব্রতার সঙ্গে জমিয়ে আড্ডা কি হয়েছে এখনও?
ডিরেক্টর ফ্লোরে চেঁচিয়ে বললেন প্যাক অ্যাপ। ব্যস, তারপর শ্যুটিং শেষ। দিনের শেষে সিরিয়ালের সেট থেকে বাড়ির পথ ধরা। হিন্দি ধারাবাহিক 'মঙ্গল লক্ষ্মী'-র সেট থেকে বাড়ি ফেরার পথে গাড়িতে বসেই নিজের ব্যক্তিত জীবনের গল্প শোনালেন দীপিকা সিং।
ধারাবাহিক, সিনেমা, ওয়েব সিরিজ সংক্রান্ত সমস্ত খবরের টাটকা আপডেটের জন্য চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়। এছাড়াও নজর থাকুক এবিপি আনন্দের ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটার ও ইউটিউব চ্যানেলে।