হয় মা নয় বৌমা : নিউ নর্মাল শ্যুটিং নিয়ে কী বললেন ধারাবাহিক 'আলো ছায়া'র আলো-আকাশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Aug 2020 03:54 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
নিউ নর্মাল সুরক্ষাবিধি মেনে চলছে ধারাবাহিক 'আলো ছায়া'-র শ্যুটিং। শ্যুটিং-এর অবসরে পাওয়া গেল ধারাবাহিকের দুই চরিত্র আলো ও আকাশকে। হয় মা নয় বৌমা-র মুখোমুখি হয়ে আড্ডা জমালেন তাঁরা। পরে তাঁদের সঙ্গে আড্ডায় যোগ দিলেন ইপ্সিতা।