Hoy Maa Noy Bouma: ধারাবাহিক রাম-কৃষ্ণাতেও এখন বিয়ের পর্ব, অফস্ক্রিনের আড্ডায় নন্দিনী দত্ত আর নীলাঙ্কুর মুখোপাধ্যায়
ABP Ananda
Updated at:
09 May 2024 03:32 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিরিয়ালের কাহিনিতে বিয়ের পর্ব ফিরে ফিরে আসে। ক্যামেরার সামনে বিয়ের দৃশ্যে বহুবার অভিনয় করেন অভিনেতা-অভিনেত্রীরা। ধারাবাহিক রাম-কৃষ্ণাতেও এখন বিয়ের পর্ব চলছে।
নন্দিনী দত্ত আর নীলাঙ্কুর মুখোপাধ্যায় তাঁদের অফস্ক্রিনের আড্ডায় শোনালেন নিজেদের অভিজ্ঞতার কথা।