পুজোর ফ্যাশন নিয়ে আলোচনায় ‘ক্ষীরের পুতুল’-এর দুই তারকা স্যমন্তক ও জলধর, কী প্ল্যান তাঁদের?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Sep 2020 03:21 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুজোর ফ্যাশন নিয়ে আলোচনায় ব্যস্ত ধারাবাহিক ‘ক্ষীরের পুতুল’-এর দুই তারকা স্যমন্তক ও জলধর। ‘হয় মা নয় বৌমা’-র সঙ্গে আড্ডায় নিজেদের স্টাইল স্টেটমেন্টেরই হদিশ দিলেন তাঁরা। সুধা জানালেন তাঁর পুজোর প্ল্যানিং। ধারাবাহিক ‘ক্ষীরের পুতুল’-এ প্রত্যেক চরিত্রের লুকেই রয়েছে অভিনবত্ব। সামনেই পুজো। আর এই লুক নিয়েই যদি তাঁরা ঠাকুর দেখতে বের হন, তবে কেমন হয়? এই প্রসঙ্গই উঠল স্যমন্তক ও জলধরের আলাপচারিতায়।