সঙ্গীতকে বিয়ে করে যমুনার জীবনে বেড়েছে সমস্যা, এরপর আর কী কী ঘটবে?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Sep 2020 03:15 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘যমুনা ঢাকি’-র সেটে সব সময়ই পুজোর আমেজ। ধারাবাহিকের নামের সঙ্গে জড়িয়ে থাকায় সেটে সব সময়ই বাজছে ঢাক। ধারাবাহিকের সেটে ‘হয় মা নয় বৌমা’- সঙ্গে আড্ডায় সঙ্গীত, যমুনা, আর্যা ও রাগিনী। তাঁদের মেজাজেও ধরা পড়ল পুজোর আমেজ। সঙ্গীতকে বিয়ে করে রায় বাড়িতে আসার পর যমুনার জীবনে বেড়েছে সমস্যা। এরপর আর কী কী ঘটবে ধারাবাহিকের কাহিনিতে আভাস দিলো সঙ্গীত, যমুনা ও আর্যা।