হয় মা নয় বৌমা: শ্যুটিং ফ্রম হোম ছেড়ে ফ্লোরে ফিরে কী জানালেন কৃষ্ণকলির তারকারা?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসরকারি নথি জাল করে ভুয়ো আইএএস পরিচয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভ্যাকসিনেশন ক্যাম্প চালানোর অভিযোগ। কসবার রাজডাঙা থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। পুলিশ সূত্রে খবর, নিজেকে আইএএস (IAS) এবং কলকাতা পুরসভার জয়েন্ট কমিশনার পরিচয় দিয়ে গতকাল কসবায় রাষ্ট্রায়ত্ত শাখায় ভ্যাকসিনেশন ক্যাম্প চালাচ্ছিলেন মাদুরদহের বাসিন্দা দেবাঞ্জন দেব। ওই ভ্যাকসিনেশন ক্যাম্পেই করোনার টিকা নেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। শ্যুটিংয়ে ফেরা। ফেরা রোজকার চেনা রুটিনে। ধারাবাহিক কৃষ্ণকলির তারকারা শ্যুটিংয়ের ছন্দে ফেরার পর কী বলছেন? শুনে নেওয়া যাক। অবসরে নিজের শখ আহ্লাদের কথা জানালেন শ্যামৌপ্তি। গাছের পরিচর্যা, বই পড়ার পাশাপাশি নাচ এবং গানের চর্চাও করেন তিনি। শ্যামৌপ্তির অন্দরমহলে হাজির হয় মা নয় বৌমা।