পুজোর ডায়েট থেকে পছন্দের গয়না, ধারাবাহিক 'ক্ষীরের পুতুল'-এর দুয়োরানী সুদীপ্তার অকপট আড্ডা 'হয় মা নয় বৌমা'-র সঙ্গে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Oct 2020 03:29 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিনয় জগতে তাঁদের নিজেদের যোগ্যতায় পেয়েছেন খ্যাতি এবং ভালোবাসা। ‘হয় মা নয় বৌমা’-র সঙ্গে আড্ডায় অভিনয় জীবনের তাঁদের সেই চাওয়া পাওয়ার কথা জানালেন ঊষসী, অনিন্দিতা, পূর্বাশা। ছিলেন প্রীতি, দিয়া ও রোশনি। কী ধরনের গয়না পছন্দ তাঁর? পুজোয় কী ডায়েট করবেন তিনি? হয় মা নয় বৌমার সঙ্গে অকপট আড্ডায় ক্ষীরের পুতুল ধারাবাহিকের সুধা অর্থাৎ সুদীপ্তা।