হয় মা নয় বৌমা: শ্যুটিংয়ের অবসরে জমাটি আড্ডায় 'চারমূর্তি' ক্রুশাল-স্বস্তিকা-অর্পিতা-শুভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Dec 2020 04:54 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকেই বোধহয় বলে কথার তুবড়ি। চারমূর্তি এক হল শ্যুটিংয়ের অবসরে। শুরু হল গল্প। ধারাবাহিক 'আলো ছায়া'-র সেটে সেই আড্ডার ছবি ধরা পড়ল 'হয় মা নয় বৌমা'-র ক্যামেরায়। টেলিভিশনের তারকাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বেশ উষ্ণ। ধারাবাহিক আলাদা হোক কিন্তু অবসরের আড্ডায় কোনও সীমানা নেই। 'হয় মা নয় বৌমা' সাক্ষী থাকল ক্রুশাল, স্বস্তিকা, অর্পিতা, শুভর এমনই এক আড্ডার।