‘সারেগামাপা’-র নতুন সঞ্চালক আবীর, প্রথমবার বাংলা রিয়্যালিটি শো-এ বিচারক মিকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Sep 2020 02:40 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসঞ্চালকের ভূমিকায় এই প্রথমবার আবীর চট্টোপাধ্যায়। ‘সারেগামাপা’-র নতুন সিজনে সঞ্চালনার দায়িত্ব সামলাবেন তিনি। নতুন এই ভূমিকা নিয়ে ‘হয় মা নয় বৌমা’-র ক্যামেরার সামনে অকপট আবির। এবারের ‘সারেগামাপা’-য় রয়েছে আরও চমক। প্রথমবার কোনও বাংলা রিয়্যালিটি শো-এর বিচারকের আসনে দেখতে পাওয়া যাবে মিকা সিং-কে।