হয় মা নয় বৌমা: দর্শকদের বিচারে এ সপ্তাহে প্রথম তিনটি স্থানে রয়েছে কোন কোন ধারাবাহিক?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদর্শকদের বিচারে এ সপ্তাহে প্রথম তিনটি স্থানে রয়েছে কোন কোন ধারাবাহিক? আগামীতে কী ঘটতে চলেছে কাহিনিতে? দেখে নেওয়া যাক এক ঝলকে।
১) দর্শকদের বিচারে এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক ‘কৃষ্ণকলি’। এই ধারাবাহিকে আগামীতে দেখা যাবে, হঠাত্ করেই অসুস্থ হয়ে পড়বে শ্যামা। কিন্তু সে ডাক্তারের কাছে যেতে চাইবে না। শ্যামার জন্য চিন্তিত হয়ে পড়বে আম্রপালি। তবে বাড়ি ছাড়ার সিদ্ধান্তে অনড় থাকবে শ্যামা। কিন্তু তাঁর পথ আটকাবে নিখিল।
২) দর্শকদের বিচারে এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ‘করুণাময়ী রানি রাসমণি’। নতুন পথে যাত্রা শুরু করবে গদাধর। তাঁর মনে নতুন আধ্যাত্মিক চেতনার উন্মেষ হবে। এই পথেই এগোবে ধারাবাহিকের কাহিনি।
৩) দর্শকদের বিচারে এই সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে ‘মোহর’-। নিজেদের সমস্ত দ্বন্দ্ব দূর করে অবশেষে কাছাকাছি আসতে দেখা যাবে মোহর ও শঙ্খকে। তাঁদের এই কাছে আসা কি চিরস্থায়ী হবে? সেই উত্তরই পাওয়া যাবে ধারাবাহিকের আগামী পর্বে।