Hoy Ma Noy Bouma: 'আলোর কোলে' ধারাবাহিকে অভিনয় করছেন স্বীকৃতি মজুমদার, কী অভিজ্ঞতা তাঁর? ABP Ananda Live
ABP Ananda
Updated at:
08 Dec 2023 03:57 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppBengali Daily Soap: ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার পর চাকরিতে যোগ দিয়েছিলেন স্বীকৃতি মজুমদার (Shikriti Majumdar)। কিন্তু চাকরি ছেড়ে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। খেলাঘর, মেয়েবেলা-র মত ধারাবাহিতে অভিনয়ের পর এখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত সিরিয়াল আলোর কোলে-তে অভিনয় করছেন তিনি। ABP Ananda Live