শ্রীরামপুর কোর্ট চত্বরে আবর্জনার স্তুপ, পোস্টার লাগিয়েও কাজ হয়নি, ক্ষুব্ধ আইনজীবীরা
souravp@abpnews.in
Updated at:
28 Nov 2019 09:26 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহুগলি শ্রীরামপুরে কোর্টে যাওয়ার রাস্তার ওপর আবর্জনার স্তুপ। নোংরা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা থাকলেও, রাস্তার ওপর ফেলা হয় আবর্জনা। এ নিয়ে ক্ষুব্ধ আইনজীবীরা। এলাকাবাসীকে সচেতন করতে প্রশাসনের তরফে লাগোন হল পোস্টার।