ঠান্ডা উপেক্ষা করে খোলা আকাশের নিচে এনআরসি-সিএএ-র প্রতিবাদ হাওড়ার পিলখানায়
souravp@abpnews.in
Updated at:
23 Jan 2020 11:56 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপার্ক সার্কাসের পর এবার হাওড়ার পিলখানা। এখানেও শাহিনবাগের ছবি। এনআরসি-সিএএ-র প্রতিবাদে ৫ দিনে পড়ল ধর্না অবস্থান। ঠান্ডা উপেক্ষা করে খোলা আকাশের নিচে সামিল হয়েছেন মহিলারা। চলছে এনআরসি-সিএএ-বিরোধী স্লোগান। ১৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই ধর্না অবস্থান কেন্দ্রীয় আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মহিলারা।