Jukti Takko: 'অনুদান রাজনীতিবিদরা ভোট পাওয়ার শর্তে ব্যবহার করতে পারেন না', মন্তব্য শৈবাল করের
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: 'অর্থনীতি রাজনীতির অঙ্গুলিহেলনে চলে। অনুদান সবসময়ই শর্তসাপেক্ষে হয়। বিশ্বব্যাপী মন্দা হলে সরাসরি ক্যাশ ট্রান্সফারের পন্থা নেওয়া যেতে পারে।ব্যাক ডের অনুদান দিয়ে উন্নয়ন জারি রাখা সম্ভব নয়। অনুদান রাজনীতিবিদরা ভোট পাওয়ার শর্তে ব্যবহার করতে পারেন না। ভোটকেন্দ্রিক উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের কাছে সময় কম', মন্তব্য শৈবাল করের।
কোন পথে ঘূর্ণিঝড়ের অভিমুখ ? কতটা প্রভাব পড়তে পারে বাংলায় ? সপ্তাহান্তে শহরের তাপমাত্রা কেমন থাকবে ? গোটা রাজ্যের আবহাওয়ায় প্রভাব পড়বে কি ? যাবতীয় বিষয় নিয়ে খবর জানাল আবহাওয়া দফতর। দেখুন একনজরে।
শুক্রবার রাত ৮ টা ৫৭ মিনিট নাগাদ পোস্ট করা IMD এর খবর অনুযায়ী, ঘর্ণীঝড় ফেনজল বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়েছে। গত ৭ ঘণ্টায় যার গতিবেগ ছিল প্রায় ঘণ্টায় ১৫ কিমি। IMD বুলেটিনের তথ্য অনুযায়ী, ত্রিঙ্কোমালির থেকে ৩৩০ কিমি উত্তর-উত্তর পূর্বে ছিল। নাগাপত্তিনামের ২৩০ কিমি উত্তর-পূর্ব দিকে অবস্থান করছিল। পণ্ডিচেরি থেকেও যার দূরত্ব ছিল প্রায় একই।