Jukti Takko: আদালত বিচার করেন, রাষ্ট্রর দায়িত্ব বিচার দেওয়া। বললেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: বিচার কোন বিমূর্ত ধারণা নয়। বিচার তখনি সম্ভব যখন বিচার সত্যের অনুসন্ধানের উপর দাঁড়িয়ে করা হয়। তিলোত্তমা কি খুন হয়েছেন? তিলোত্তমা কি থ্রেট সিন্ডিকেটের শিকার? সাধারণ মানুষ তাদের ক্ষোভ সংবরণ করতে পারছে না। আর জি করের ঘটনা প্রি-প্ল্যানড। যিনি গ্রেফতার হয়েছেন তিনি একজন সিভিক ভলান্টিয়ার। তাকে কে পাঠিয়েছিল? একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে রয়েছে। যার ফল ভুগতে হচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে। তিলোত্তমার খুন চোখে আঙুল দেখিয়ে দিয়েছে ওই ঘটনার পর কীভাবে তথ্যপ্রমাণ লোপাট হয়েছে। আমরা প্রত্যেকেই বিচার চাই। জাস্টিস দয়ার দান নয়। আদালত বিচার করেন, আমাদের রাষ্ট্রব্যবস্থার দায়িত্ব বিচার দেওয়া। বললেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আর জি করে ঘটনা নিয়ে ফের তৃণমূলকে আক্রমণ করেন তিনি।