যুক্তি তক্কো পর্ব২:অস্ত্র হল SIR/শাসক-বিরোধী দিচ্ছে ধার,‘জাল ভোটার’ না ‘ভোট-চুরি’/অন্ত নেই সে তরজার!
Jukti Takko: চারণকবি মুকুন্দদাস লিখেছিলেন, "শ্যামা নামের ডঙ্কা বাজা রে।" এবছর কালীপুজো সবে পেরিয়েছে, এখন শ্যামা নামের ডঙ্কা নয়, আজ থেকে এরাজ্যে SIR-এর ডঙ্কা, বেজে গেল। আর ছাব্বিশের ভোটমুখী বাংলায় এই SIR নিয়েই, শীত পড়ার আগে একেবারে তেতে উঠেছে রাজনীতির মাটি! SIR-কে স্বাগত জানিয়ে বিজেপি বলছে, এবার ভোটার তালিকা থেকে বাদ পড়বে সমস্ত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। পাল্টা তৃণমূল বলছে, SIR-এ একজন বৈধ নাগরিকেরও নাম বাদ গেলে কিন্তু আন্দোলনের আগুন জ্বলবে। বামেরা বলছে, নির্ভুল ভোটার-তালিকা চাই। এরাজ্যে শেষ SIR হয়েছিল দুহাজার দুই সালে। সেইসময়কার নথি কী বলছে, তখনকার আনন্দবাজার পত্রিকা, দ্য টেলিগ্রাফ ও অন্যান্য সংবাদপত্রে কী ছাপা হয়েছিল, এই অনুষ্ঠানেই ধরে-ধরে আপনাদের দেখাব এবং এরাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী অফিসার জহর সরকার একেবারে শেষে বলবেন, তাঁর অভিজ্ঞতার কথা। আর এইসব নিয়েই আমাদের আজকের বিষয়----“অস্ত্র হল SIR/শাসক-বিরোধী দিচ্ছে ধার,/‘জাল ভোটার’ না ‘ভোট-চুরি’/অন্ত নেই সে তরজার!”
All Shows






























