Jukti Tokko: 'জনপ্রতিনিধিরা যখন ভাষা নির্বাচন করেন তখন আমাদের অনেক প্রত্যাশা থাকে, বললেন অনুত্তমা। Bangla News
abp ananda
Updated at:
25 Sep 2022 11:00 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'রাগ প্রতিরাগের দিকে তাড়িত করে, হিংসা প্রতিহিংসার দিকে তাড়িত করে। নীতির লড়াই খুব বিমূর্ত, তার থেকে সহজে বাইরে যা দৃশ্যমান তা দেখা যায়, আমাদের কাছে রাগের মুহূর্তে তা আক্রমণ করা অনেক সহজ হয়ে যায়। কিন্তু জনপ্রতিনিধিরা যখন ভাষা নির্বাচন করেন তখন তা আমাদের কাছে অনেক প্রত্যাশা তৈরি করে', বললেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়।