Pankaj Dutta : একাধিক প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় কি প্রশাসনের প্রধান এড়াতে পারেন? প্রশ্ন পঙ্কজের।
ABP Ananda
Updated at:
04 Nov 2023 08:19 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppJukti-Tokko : একাধিক প্রাতিষ্ঠানিক দুর্নীতির পরও প্রশাসনের প্রধান উটপাখির মতো মাথা গুঁজে থাকবেন ? তিনি কি দায় এড়াতে পারেন ? রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। জেলে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এর মাঝেই রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে নিশানা পঙ্কজ দত্তর। যুক্তি-তক্কো অনুষ্ঠানে কী বললেন তিনি, শুনুন পুরো বক্তব্য।
“দুর্নীতির রেশন-দোকানে নাকি চোরেদের ভিড়!/মমতা বলেন, "এসব আসলে কলকাঠি বিজেপির”/ জালে জড়ালেন জ্যোতিপ্রিয়, ED গেল দরজায়,/ তদন্ত হবে? নাকি পুরোটাই শেষ হবে তরজায়?” ছিল সভার বিষয়।