Jukti-Tokko: আমায় ব্যক্তিগত আক্রমণ করা হয়েছিল, এটা চক্রান্ত নয়, কী যুক্তি ছিল: অভিজিৎ চক্রবর্তী
ABP Ananda
Updated at:
26 Aug 2023 02:38 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'যাদবপুরের অবস্থা সত্যিই বেহাল। কেন হল? আমি থাকাকালীন আইনের অনুশাসন আনার জন্য প্রচুর ব্যবস্থা নিয়েছিলাম। আমি ঢুকে দেখেছিলাম কোনও অ্যাম্বুলেন্স ব্যবস্থা নেই। কেপিসির সঙ্গে কথা বলে ব্যবস্থা করেছিলাম। ফান্ডের ব্যবস্থা করেছিলাম। দেওয়ালে কোনও নোংরা স্লোগান ছিল। ক্যাম্পাস পরিচ্ছন্ন ছিল'। তারপর? হোক কলরবের স্মৃতি টেনে কী বলছেন প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী?