করোনা ওয়ার্ডে ঘণ্টার পর ঘণ্টা মৃতদেহ রেখে দেওয়া, ডেথ অডিট কমিটি সহ একাধিক বিষয়ে প্রশ্ন, রাজ্যকে চিঠি কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Apr 2020 04:42 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
'ডেথ অডিট কমিটি' ও করোনা সংক্রান্ত প্রশ্নের তালিকা দিয়ে মুখ্যসচিবকে জোড়া চিঠি কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের। স্ক্রিনিং-এর পর কতজন পজেটিভ সেই তালিকা, ভেন্টিলেটরের সংখ্যা কম কেন? স্বাস্থ্যকর্মীদের বীমার বিষয়, মৃতদেহ সারাতেও দেরি কেন এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন তারা সেই চিঠি দুটিতে উল্লেখ করেছে।