টালিগঞ্জের দমকল বিভাগের ওসির গাড়ি বের করতে গিয়ে দুর্ঘটনা, ১ দমকলকর্মীর মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 May 2020 10:30 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
টালিগঞ্জের দমকল বিভাগের ওসির গাড়ি বের করতে গিয়ে দুর্ঘটনা, ১ দমকলকর্মীর মৃত্যু| গাড়ি বের করতে গিয়ে লোহার খুঁটিতে ধাক্কা মারে গাড়িটি, সেই খুঁটি গিয়ে পরে অস্থায়ী কর্মীর উপর ও ঘটনাস্থলে ওই কর্মীর মৃত্যু হয়| দমকল বিভাগের ওসিকে আটক করেছে পুলিশ|