উপসর্গ নেই, তবুও করোনা আক্রান্ত! বাঁচার উপায় কী?
souravp@abpnews.in
Updated at:
22 Apr 2020 02:44 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন করে করোনা আক্রান্ত কলকাতা মেডিক্যাল কলেজের চার নার্স ও এক জুনিয়র চিকিত্সক। সূত্রের খবর, এঁদের কারও সংক্রমণের উপসর্গ ছিল না। ফলে বেড়েছে আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন, উপসর্গহীন করোনা আক্রান্তের অজান্তেই সংক্রমণ ছড়ানোর পূর্ণ আশঙ্কা রয়েছে।