Babri Masjid Demolition Case Verdict: ‘মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশই বাবরি ধ্বংসের কারণ', প্রতিক্রিয়া রাহুল সিনহার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Sep 2020 07:09 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজকে কোর্টের ঐতিহাসিক রায় প্রমাণ করে দিল কোনও চক্রান্ত এখানে ছিল না। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের কারণেই বাবরি মসজিদ ভেঙেছে, প্রতিক্রিয়া বিজেপি নেতা রাহুল সিনহার। আজ দীর্ঘ ২৮ বছর পর বাবরি ধ্বংস মামলায় বেকসুর খালাস আডবাণী-জোশী-উমা ভারতী সহ ৩২ অভিযুক্ত। ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল না। আচমকা ঘটেছে, মত বিচারকের। অভিযুক্তদের বিরুদ্ধে নেই জোরাল সাক্ষ্য। ৯২-এর বাবরির ছবিতেও মান্যতা দিল না আদালত। মসজিদ ভেঙেছিল উন্মত্ত জনতা। বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন নেতারা। মত আদালতের।